ভাঙ্গা পায়ের চিকিৎসার জন্য ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক হাজার শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এক বয়স্ক ব্যক্তিকে। তবে হাসপাতালে কোনো স্ট্রেচার না পাওয়ায় তাকে সাদা কাপড়ের ওপর বসিয়ে টেনে নিয়ে গেছেন স্বজনরা। জয়ারোগায়া সরকারি হাসপাতালের এই ভিডিওটি ইতিমধ্যে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
রোগীদের অভিযোগ, ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হাসপাতালে পর্যাপ্ত স্ট্রেচার নেই।
বৃদ্ধের প্লাস্টার করা পায়ের দিকে ইশারা করে এক স্বজন বলেন,‘সে একটি সাইকেল থেকে পড়ে গিয়েছিল।’ তারা গোয়ালিয়র থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিন্দ জেলা থেকে এসেছে বলে জানিয়েছেন তিনি।
অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা ৬৫ বছর বয়সী শ্রীকিশান ওঝাকে ট্রমা বিভাগে স্থানান্তর করার পরামর্শ দিয়েছিলেন। তার ছেলের বউ স্ট্রেচার খুঁজতে গেলেও খুঁজে পাননি। তিনি পরে দুটি স্ট্রেচার দেখেছিলেন, কিন্তু ওগুলোর কোন চাকা ছিল না। পরে তিনি একটি বিছানার চাদর নিয়ে এসে তার শ্বশুরকে টেনে মূল দরজায় নিয়ে যান, সেখান থেকে তারা একটি অটোরিকশা নিয়ে ট্রমা কেয়ার বিভাগে যান।
অনেক রোগীই অভিযোগ করেছেন, হাসপাতালে বহু স্ট্রেচার থাকলেও সেগুলো অকেজো।