স্কুলের ওপর তেল ফেললো বিমান, অসুস্থ ৬০ শিক্ষার্থী

লেখক:
প্রকাশ: ৫ years ago

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি বিমান জরুরি অবতরণ করার আগে তেল ফেলে দিলে সেই তেল বেশ কয়েকটি স্কুলের ওপর পড়েছে। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগে ফেলে দেয়া তেলে কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানের ফেলে দেয়া ওই তেলের সংস্পর্শে তাদের ত্বকে চুলকানি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাদেরকে চিকিৎসাও দেয়া হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। সাধারণত জরুরি অবতরণের আগে দুর্ঘটনা এড়াতে বিমান থেকে কিছু তেল ফেলে দেয়া হয়।