সীতাকুণ্ডে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

লেখক:
প্রকাশ: ২ years ago

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসে ২৪টি ইউনিট। এখন ঘটনাস্থলে যাচ্ছে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল।

রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানান।

 

তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। তদন্ত করার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলের চার কিলোমিটার এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠে। এতে আশপাশের এলাকার বাড়িঘর ও মসজিদ-মাদ্রাসার জানালার কাঁচ ভেঙে পড়ে। আগুনে দেড়শতাধিক আহত হন। এছাড়া, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।