সিলেটে ধর্ম নিয়ে কটূক্তি: ১ ব্যক্তির ৭ বছর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

সিলেটে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির দায়ে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) আইসিটি আইনের ৫৭ ধারায় সিলেটের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাকেশ রায় জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার জানান, দণ্ডপ্রাপ্ত রাকেশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করা হয়। যা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে রূপান্তরিত হয়েছে। মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন।

 

তিনি বলেন, রায় ঘোষণাকালে জামিনে থাকা রাকেশ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত তাকে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রাকেশ রায়কে ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ওই বছরের জুন মাসে রাকেশের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন ফুযায়েল আহমদ নামে এক ব্যক্তি। বাদী ও বিবাদী দুজনের বাড়িই জকিগঞ্জ উপজেলায়।

মামলার এজাহারে রাকেশের বিরুদ্ধে ফেসবুকে নিজের একাউন্ট থেকে ইসলাম ধর্ম, মহানবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়।

 

রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, ‘আইনজীবী হিসেবে আমি আদালতের রায়ের বিরুদ্ধে বলতে পারি না। তবে ন্যায় বিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।’