রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এতে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। সহযোগিতা করেন স্থানীয় মানুষজন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আট জন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।