রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার বাসা থেকে সাংবাদিক শবনম শারমিনের লাশ উদ্ধারের ঘটনায় স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শবনম শারমিনের লাশ উদ্ধারের ঘটনায় তার বোন শবনম পারভীন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হাতিরঝিল থানায় এ মামলা করেন।
বুধবার (২৮ ডিসেম্বর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীরের আদালত তা গ্রহণ করেন। আগামী ২৯ জানুয়ারি হাতিরঝিল থানা পুলিশকে মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর এস. এম মনিরুজ্জামান এসব তথ্য জানান।
জানা যায়, মঙ্গলবার রাতে (২৭ ডিসেম্বর) হাতিরঝিল থানা এলাকার প্রিয়সী বারের পাশের ভবন থেকে শবনম শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটি পচে গেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। স্বামী সাইদুল ইসলামের সঙ্গে চলতি বছরের মার্চে বাসাটি তারা ভাড়া নেন।