 
                                            
                                                                                            
                                        
ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই বছরের শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন এমনটা দাবি করেছেন নিহত গৃহবধূর স্বামী।
শুক্রবার দুপুরে জেলার মধুখালী উপজেলার গাজনা গ্রামের আমীর শেখের স্ত্রী ফরিদা বেগম (৩৬) ও তার দুই বছরের ছেলে রসুলের মরদহে উদ্ধার করা হয়।
মধুখালী থানা পুলিশ নিহতদের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরিদার মরদেহ উদ্ধার করে। আর শিশুর মরদেহ ঘরের ভেতর পড়েছিল।
নিহত ফরিদার স্বামী আমীর শেখ পুলিশকে জানান, অভাবের কারণে তার স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন।
আর্থিক অভাব নিয়ে সংসারে অশান্তি ছিল। এ নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো। তবে এ বিষয়ে সঠিক তদন্তের দাবি নিহতের বাবার।
মধুখালী থানা পুলিশের ওসি মো. রুহুল আমীন জানান, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।