শিক্ষার্থীদের সোনার মানুষ হয়ে সোনারবাংলা গড়তে হবে : এমপি শাহে আলম

লেখক:
প্রকাশ: ৫ years ago

বানারীপাড়ায় ঐতিহ্যবাহী চাখার সরকারী ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিমোহন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম কলেজের প্রতিষ্ঠাতা অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাসেম ফজলুল হকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত আদর্শ সোনার মানুষ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালণ করতে হবে।

এসময় তিনি কলেজে ৬ তলা একাডেমিক ভবন ও অধ্যক্ষের বাসভবন নির্মাণ সহ কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ,বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র পরিচালক মো.মোয়াজ্জেম হোসেন,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, ওসি খলিলুর রহমান, চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।

এছাড়াও বক্তৃতা করেন কলেজের শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন।