আজ শনিবার ৯ মার্চ রাত ৭ টায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে। প্রেসক্লাব হল রুমে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন এর প্রয়াণে শোকসভা আয়োজন করা হয়।
শোকসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, বিপিএম (বার) পুলিশ সুপার বরিশাল, সাইফুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর মোহাম্মদ ইউনুস, চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা, সাইদুর রহমান রিন্টু, প্রবীণ আইনজীবী, মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক, সংস্কৃতিজন, এস এম ইকবাল, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, এস এম জাকির, অমৃত লাল দে মহাবিদ্যালয় অধ্যক্ষ, সুভাষ চন্দ্র পালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুধীজন, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন গত ২৫ ফেব্রুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপস্থিত অতিথি বৃন্দরা নিখিল সেন এর জীবনি নিয়ে আলোচনা করেন।