শপথ নিয়েই বঙ্গবন্ধুর মাজারে ছুটে গেলেন মেয়র সাদিক আব্দুল্লাহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক: মেয়র হিসেবে শপথ নিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে ছুটে গেলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি সেখানে পৌছে নবনির্বাতি কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, প্রচার ও প্রকাশন সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুবু উদ্দিন বীর বিক্রম, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকসহ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে গণভবনে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

গত ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।’