 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
                                            
                                                শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ                                            
                                        
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়ে ৫৯টি হয়েছে। এসব প্রতিষ্ঠানের সব ছাত্রছাত্রীই ফেল করেছে। গতবার এ সংখ্যা ছিল ২৮টি। ৩১টি বেড়ে এবার হয়েছে ৫৯টি।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এবার পাসের হার কমেছে। আগে যেখানে দু-চারজন পরীক্ষার্থী পাস করত সেখানেও এবার সবাই ফেল করেছে।
এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাইলেই হুট করে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি না। এর সঙ্গে অনেক কিছুই জড়িত। আরো শিক্ষার্থী রয়েছে ওই সব প্রতিষ্ঠানে। সবদিক বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তারপরও শিক্ষা মূল্যায়নের জন্য আমাদের একটি কমিটি রয়েছে। তারাই বিষয়টি দেখবে।’
প্রাথমিক-এবতেদায়ি পরীক্ষা ৪৪৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
প্রাথমিক ও এবতেদায়ি পরীক্ষায় অংশ নিয়ে ৪৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। গতবার ৮১টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছিল। এবার সব ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৬৪টি।