রুমানাকে সতর্ক করবে বিসিবি

লেখক:
প্রকাশ: ২ years ago

শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়ে সাবেক অধিনায়ক রুমানা আহমেদ গণমাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। যা একদমই ভালোবাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন‌্য তাকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথমবারের মতো এমন কিছু করায় অল্পতেই বেঁচে যাচ্ছেন স্পিন অলরাউন্ডার।

এপ্রিলের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। তার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

ওয়ানডে দলে বেশ অদলবদল এনেছেন নির্বাচকরা। রুমানার সঙ্গে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা, সালমা খাতুন, মারুফা আক্তার ও দিলারা আক্তার।

রুমানাকে নিয়ে নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন,‘তাকে বিশ্রামে রাখা হয়েছে। বাদ দেওয়া হয়নি।’ কিন্তু গণমাধ্যমে নিজের বক্তব‌্যে রুমানার দাবি, ‘আমাকে বাদ দেওয়া হয়েছে।’

এমন মন্তব‌্য নজরে এসেছে বিসিবির নারী বিভাগের চেয়ারম‌্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। রোববার রাইজিংবিডিকে নাদেল বলেছেন,‘আমরা কিছুদিনের মধ‌্যে রুমানাকে ডাকবো। তার কাছে জানতে চাইবো এমন মন্তব‌্য কেন করেছেন। প্রথমবার এমন মন্তব‌্য করেছেন সে। আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করবো। তার মতো একজন সিনিয়র ক্রিকেটারের কাছে এটা অপ্রত‌্যাশিত। সামনে যেন কেউ এমন কিছু করতে না পারে সেজন‌্য ভালোভাবে এই পরিস্থিতিটা সামলে নিতে হবে। আমরা চাই সিনিয়র সকল ক্রিকেটারের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো থাকুক।’

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এবারই প্রথম বাদ পড়েছেন রুমানা। একাধিক গণমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে রুমানা জানিয়েছেন, ড্রেসিংরুমে সিনিয়ররা প্রাপ‌্য সম্মান পাননি। তার দাবি, ‘লম্বা সময় ধরেই ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটাররা প্রাপ‌্য সম্মান পান না। এটা বাংলাদেশ ক্রিকেটে খুব পরিচিত। একদমই নতুন নয়। আমি মনে করি, সিনিয়র ক্রিকেটারদের সম্মান দেখানোর জায়গায় আমরা পিছিয়ে আছি। অথচ অন‌্যান‌্য দেশে ক্রিকেটারদের তাদের অভিজ্ঞতা দিয়ে মূল‌্যায়ন করা হয়।’

রুমানার এমন দাবি অস্বীকার করেছেন বিসিবির নারী বিভাগের এক কর্মকতা,‘সিনিয়র ক্রিকেটাররা সম্মান পান না এটা একদমই ভুল ব‌্যাখ‌্যা। বাংলাদেশের কোনো সিনিয়র ক্রিকেটারের ক‌্যারিয়ার শেষ হয়ে যায়নি। এই মুহূর্তে নতুন খেলোয়াড় তৈরি করতে তাদের বিশ্রাম দিয়ে খেলানো জরুরী। সেই কাজটাই হচ্ছে।’

তার কথায় প্রমাণও মিলেছে। ওয়ানডে দলে এসেছেন শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।