 
                                            
                                                                                            
                                        
বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রির অপরাধে ‘আরবি সুপারশপ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী বাধ্যতামূলক সরিষার তেল, ঘি, হলুদ, মরিচ, জিরার গুড়া, শ্যাম্পু, স্কিন ক্রিম, বেবী লোশন, টুথ পেস্ট, আর্টিফিসিয়াল ফ্লেবার ডিংক, টয়লেট সোপ সেফটি রেজার ব্লেড পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আরবি সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড কর্মকর্তা (সিএম) রেবেকা সুলতানা দায়িত্ব পালন করেন।