 
                                            
                                                                                            
                                        
এবার বাসের চাপায় থেতলে গেছে ইসমাইল হোসেন (৪৭) নামের এক ব্যক্তির পা। আহত ইসমাইল অনাবিল পরিবহন কোম্পানির বাসের চালক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে অনাবিল পরিবহণের চালক ইসমাইল ডিউটি শেষে নারায়ণগঞ্জ ভুইঘর এলাকায় তার বাসায় ফিরছিলেন। সেসময় তিনি যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় গুলিস্তানগামী রাইদা পরিবহনের একটি বাসের চাকায় ইসমাইলের পা পিষ্ট হয়। সেখান থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, চালক ও বাসটি আটক করা যায়নি। বিস্তারিত ঘটনা জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বাসের চাপায় রাসেল সরকার, রোজিনা আক্তার, খালিদ হোসেন, দেলোয়ার হোসেন, রুনি আক্তার, আয়েশা খাতুন ও রাজীব হোসেনদের কেউ পা হারান, কেউ গুরুতর আহত হন।