 
                                            
                                                                                            
                                        
শাওন অরন্যঃ বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ডিসেম্বর মাসের মাসিক সভা এবং ২০১৯ সালের সর্বশেষ মিটিং সম্পন্ন হল আজ।
রবিবার বিকাল ৩ঃ৩০ মিনিটে বরিশাল নগরীর ব্লেস পার্কে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাওন অরন্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। মাসিক সভা সঞ্চালন করেন রুমা আখতার। পরিচিতি পর্বের মাধ্যমে সভা শুরু হয়। পরবর্তী কাজের বিষয় দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি শাওন অরন্য।
পথশিশুদের নিয়ে ১৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণ প্রোজেক্ট এবং সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক বনভোজন এর বিষয় বিস্তারিত আলোচনা করা হয় আজকের সভায়।
বিকাল ৪ঃ৩০ মিনিটে রুমা আখতারকে ২০২০ সালের বার্ষিক প্রোগ্রাম ক্যালেন্ডার হস্তান্তরের মধ্য দিয়ে ২০১৯ সালের সর্বশেষ মিটিং সম্পন্ন হয়।