যে কোন মুল্যে অপসাংবাদিকতা প্রতিরোধ করা হবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

সোহেল আহমেদ:   সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যারা কাজ করবে তাদের নিজস্ব দলপ্রিতী থাকতে পারে। কিন্তুু সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের হতে হবে নিরোপেক্ষ সচ্ছ মনের অধিকারী। বর্তমানে কতিপয় সাংবাদিকদের আচরনে জনসাধারণের কাছে এই মহান পেশাটি প্রশ্নবিদ্ধ!

যে কোনো মুল্যে এসব অপসাংবাদিকতা প্রতিহত করা হবে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধন পুর্ব বক্তব্যে এসব কথা বলেন ক্লাবের প্রতিস্টাতা আবুল কালাম মোল্লা। তিনি বলেন প্রেসক্লাব থাকবে সবার জন্য গ্রহনযোগ্য। এটাকে রাজনিতীমুক্ত রাখা সকলের দ্বায়ীত্ব।

নগরের ৩০ নং ওয়ার্ড গড়িয়ারপাড় এলাকায় স্থায়ী কার্যালয় উদ্ভোধন করা হয়। লাল ফিতা কেটে প্রতিষ্ঠাতা আবুল কালাম মোল্লা এটি উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক পথিক মোস্তফা,সদস্য সচিব রেদওয়ান রানা,সিনিয়র সদস্য সাংবাদিক মাসুদ রানা,মনিরুজ্জামান মনির,রিয়াজ হোসেন,এম ফোরকান,ফয়সাল হোসেন,আনোয়ার হোসেন প্রমুখ।

আবুল কালাম মোল্লা আরো বলেন,যে সব সদস্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিদ্রোহ করছে,তাদেরকে একাধিকবার অনুরোধ করা হহয়েছে। শান্তি শৃংখলা রক্ষার জন্য তাদেরকে নোটিশ প্রদান করলেও আমলে নেয় নি। উল্টো সংগঠন থেকে বের হয়ে গেছেন। সংগঠনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে যা গঠনতন্ত্র বিরোধি। তাদেরকে আমরা সংগঠনিক ও রাজনৈতিক ভাবে প্রতিহত করবো। একই সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবায়ন জানান।