 
                                            
                                                                                            
                                        
ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ দুর্ঘটনায় ১৫৭ জনের প্রাণহানির পর পৃথিবীর অনেক দেশ বোয়িং ৭৩৭ নিষিদ্ধ করছে। খবর বিবিসি।
নিষিদ্ধ ঘোষণা করা দেশগুলোর মধ্যে ইতিমধ্যে নাম এসেছে চীন, ফ্রান্স, জার্মানি, ইথিওপিয়া, আয়ারল্যা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বোয়িং ৭৩৭ তারা যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্র বলছে বোয়িং ৭৩৭ উড্ডয়নের জন্য এখনও নিরাপদ!
যুক্তরাজ্যের টুই (TUI) এয়ারওয়েজ এবং নরওয়েজিয়ান এয়ারলাইন্স যুক্তরাজ্যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বোয়িং ৭৩৭ ব্যবহার করে থাকে। কিন্তু ইতিমধ্যে টুই এয়ারওয়েজ বোয়িং ৭৩৭ বন্ধ করার ঘোষণা দিয়েছে। তারা এক বার্তায় তাদের যাত্রীদের জানিয়েছে ‘বোয়িং ৭৩৭ বিমানে টিকিট দেওয়া যাত্রীদের অন্য বিমানে যাতায়াতের ব্যবস্থা করা হবে।’
অন্যদিকে নরওয়েজিয়ান এয়ারলাইন্স বোয়িং ৭৩৭ এর সকল টিকিট বাতিল করে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে তাদের অসুবিধার জন্য।