ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও নিউজ দিলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেলে যেতে হবে এমন আইন পাস করেছে রাশিয়া।
রুশ পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে শুক্রবার এ খসড়া আইন পাশ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ান কর্তৃপক্ষ বারবার ইউক্রেনে রাশিয়ার সামরিক বিপর্যয় বা বেসামরিক মৃত্যুর প্রতিবেদনকে “ভুয়া” প্রতিবেদন বলে অস্বীকার করেছে।
দেশটির সরকারি গণমাধ্যমগুলো, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে যুদ্ধ না বলে “বিশেষ সামরিক অভিযান” বলে আখ্যায়িত করছে। খসড়া আইনটি দ্রুত পর্যায়ক্রমে সংসদের নিম্ন ও উচ্চকক্ষ অনুমোদন করেছে বলে জানায় রাশিয়ার সংবাদমাধ্যম।
রুশ পার্লামেন্টর নিম্ন কক্ষের স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন জানান, শনিবার প্রেসিডেন্ট পুতিন বিলটিতে সাইন করলেই তা আইন হিসেবে কার্যকর হতে পারে।
ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, “আমি চাই সবাই বুঝুক যে আমরা আমাদের সৈন্য ও অফিসারদের রক্ষা করতে এবং সত্যকে রক্ষা করার জন্য এটি করছি।”