যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম’র শােকবার্তা

লেখক:
প্রকাশ: ৪ years ago

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম মহােদয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম নিম্নোক্ত শােকবার্তা দিয়েছেন :

শােক বার্তা “ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ দিনের রাজনৈতিক উপদেষ্টা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের ( মুজিব নগর সরকার নামে সমধিক পরিচিত ) মন্ত্রিপরিষদ সচিব জনাব এইচ টি ইমাম মহােদয়ের আকষ্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শােকাহত এবং দুঃখ ভারাক্রান্ত ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বধীনতার সুবর্ণ জয়ন্তীর এ ঐতিহাসিক মার্চ মাসে প্রয়াত মরহুম এইচ টি ইমামের বিদেহী আত্মার প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা । জনাব এইচ টি ইমামের মৃত্যুতে দেশ ও জাতি হারালাে তার এক শ্রেষ্ঠ সন্তানকে । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি সংগ্রামের ডাকে সাড়া দিয়ে দেশ প্রেমিক এই মুক্তিযােদ্ধা কর্মকর্তা পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যােগ দেন । জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দেশগঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন । আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ হতে মরহুম এইচ টি ইমাম মহােদয়ের শােক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । মহান আল্লাহ তায়ালার দরবারে অমি মরহুম এইচ টি ইমামের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য বিশেষভাবে দোয়া করছি ।