 
                                            
                                                                                            
                                        
দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ২৮ লাখ। গত এক বছরে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দুই কোটি সাত লাখ। এছাড়া দেশে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ৬২ লাখ। এক বছরে টেলিফান ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দুই লাখ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা: ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫ কোটি ৯৮ লাখ। গত নয় বছরে এ সংখ্যা বৃদ্ধি পায় তিনগুণেরও বেশি।
অন্যদিকে দেশে ক্রমেই টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা কমছে। ২০১০ সালে টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা এক কোটি আট লাখ থাকলেও ২০১৮ সালে তা হ্রাস পেয়ে ৬২ লাখে নেমে এসেছে।
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির ফলে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি তিন লাখ।