 
                                            
                                                                                            
                                        
এল ক্লাসিকোতে গোল করেছন মেসি-রোনালদো দু’জনেই। দু’জনের নামের পাশেই একটি করে গোল। তবে দু’জনের দুই গোল মিলে লা লিগায় এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করলেন তারা। বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন তারকা মেসি গোল করেছেন ৫৫১টি। আর রিয়ালের হয়ে পর্তুগিজ যুবরাজ রোনালদো গোল ৪৪৯টি। দু’জনে মিলে পূর্ণ করেছেন এক হাজার গোল।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ গোল করেছেন। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে করেছেন আরো ৪৪৯ গোল। মেসি বার্সায় খেলা শুরু করেন ২০০৪ সালে। রোনালদো ইংলিশ লিগ ছেড়ে রিয়ালে যোগ দেন ২০০৯ সালে। এরপরই শুরু হয়েছে দু’জনের প্রতিযোগিতা।
এ সময়ে মেসি ৪৭৪ ম্যাচে জালে বল পাঠিয়েছেন ৪৭১টি। আর গোল করিয়েছেন ১৭৬টি। রোনালদো সেখানে ৪৩৬ বার লক্ষ্য ভেদ করেছেন। ম্যাচ খেলেছেন ৪৪৯টি। সিআরসেভেনের গোলে সহায়তা ১১৯টি। সে হিসেবে ম্যাচ অনুপাতে রোনালদো বার্সার তারকা মেসির চেয়ে কিছুটা এগিয়ে আছেন।
তবে শিরোপার হিসেবে রোনালদো মেসির চেয়ে পিছিয়ে আছেন। ২০০৯ সাল থেকে ধরলেও মেসি কাতালান ক্লাবের হয়ে ২৪ টি শিরোপা ছুঁয়ে দেখেছে। আর রোনালদোর শিরোপা ১৫টি।