সোহেল রানা বয়াতির পরিচালনায় কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক’র কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’র ট্রেলার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ফেসবুক পেজে মুক্তি পেয়েছে। বরিশালের প্রত্যন্ত গ্রামে সম্পূর্ণ হয়েছে ‘জল ও পানি’র চিত্রগ্রহণের কাজ।
চিত্রগ্রহণ করেছেন ফরহাদ হোসেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাইসুল তমাল।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘জল ও পানির মাঝখানের একটি বিভেদের স্রোতধারা আমাদের টেনে নিয়ে যাচ্ছে কোথায়? শুধু মানুষ হিসাবে আমরা কি কোথাও দাঁড়াবো না? কোনো কাঙ্খিত জনপদে। আমাদের এই বিভেদ দূর করা উচিৎ। এটিই আমার চলচ্চিত্রের মূল বক্তব্য।
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাপ্পিরাজ, নুসরাত জেরি, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও শিশু শিল্পী আপন। ‘জল ও পানি’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন এর নির্মাতা।