মুক্তি পাচ্ছে মিলনের হলিউড সিনেমা

লেখক:
প্রকাশ: ২ years ago

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এবার মিলন অভিনীত ‘বনইয়ার্ড’ নামে একটি সিনেমা হলিউডে মুক্তি পেতে যাচ্ছে।

Google news

 

আগামী ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এতে মেল গিবসনের মতো তারকাও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন আসিফ আকবর।

সিনেমাটি নিয়ে মিলন বলেন, আমার হলিউডে দ্বিতীয় সিনেমা এটি। প্রযোজনা করেছে লায়ন্স গেট। কাজটি নিয়ে খুব আশাবাদী আমি। দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় দেখবেন। এ ছাড়া মেল গিবসনের সঙ্গে পর্দায় হাজির হবো এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। একজন সিরিয়াল কিলারকে নিয়ে বনইয়ার্ডর গল্প সাজানো হয়েছে। যার খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন। এখানে তাকে আমি নানাভাবে সাহায্য করি।

 

তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসছে না। মিলন জানান, আগে থেকে তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে। ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘বনইয়ার্ড’। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিলন।