মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

লেখক:
প্রকাশ: ২ years ago

মিয়ানমারের মধ্যাঞ্চলে সেনাবাহিনীর সবচেয়ে মারাত্মক বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ জন নারী ও বেশ কিছু শিশু রয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেনা শাসনের বিরোধিতাকারী অঞ্চল সাগাইংয়ে একটি গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই বিরোধীদের দমন করতে প্রায়ই তাদের এলাকায় বিমান হামলা চালিয়ে আসছে সেনাবাহিনী। সাগাইংয়ের বাসিন্দারা মিয়ানমারে সামরিক শাসনের কঠোর বিরোধিতা করেছে। তারা মিলিশিয়া বাহিনী গঠন করেছে এবং তাদের নিজস্ব স্কুল ও ক্লিনিক চালাচ্ছে।

একজন গ্রামবাসী বিবিসিকে বলেছেন, একটি সামরিক বিমান সকাল ৭ টার দিকে উড়ে এসে একটি বোমা ফেলে এবং তার পরে একটি হেলিকপ্টার গানশিপ বিশ মিনিটের মতো গ্রামটিতে গুলি চালায়।

বাসিন্দাদের আপলোড করা একটি ভিডিওতে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের দৃশ্য দেখা গেছে। দেখা গেছে, মাটিতে অনেক মৃতদেহ পড়ে আছে এবং বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে।