মায়ের কবরে সমাহিত হবেন গায়ক আকবর

লেখক:
প্রকাশ: ২ years ago

জনপ্রিয় কন্ঠশিল্পী আকবর আজ রোববার (১৩ নভেম্বর) স্ত্রী সন্তান ছাড়াও অসংখ্য ভক্ত অনুরাগী রেখে না ফেরার দেশে চলে গেছেন। আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) জন্মস্থান যশোরে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন ‘হাত পাখার বাতাস’ খ্যাত এই শিল্পী।

তার স্ত্রী কানিজ ফাতিমা জানান, হাসপাতাল থেকে আকবরকে নিয়ে যাওয়া হবে মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর আকবরকে নিয়ে রাতেই যশোরের উদ্দেশে রওনা হবেন।

তিনি জানান, যশোরের সুজলপুর গ্রামে আকবরের বাড়ি। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সোমবার তার মায়ের কবরে আকবরকে সমাহিত করা হবে।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই অনন্তলোকে যাত্রা করেন আকবর।

রোববার দুপুর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।