 
                                            
                                                                                            
                                        
মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছেন বরিশাল রিপাের্টাস ইউনিটি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।
এসময় বরিশাল রিপাের্টাস ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারন সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি আনিছুর রহমান স্বপন, নজরুল বিশ্বাস, দপ্তর সম্পাদক রাসেল হোসেন সহ অন্যন্য সদস্যরা।

এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজেন ১৬ তম বারের মত মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে।
