 
                                            
                                                                                            
                                        
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, তার সরকার আসার পর থেকে সারা ভারতে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সংসদে অবশ্য এনআরসি’র জন্য সারা ভারতবাসীকে প্রস্তুত থাকার কথা কয়েকদিন আগেও বলেছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যদিও মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।’
কিন্তু বিজেপি দলের শীর্ষ নেতারা যাই বলুন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতারা তার পরোয়া না করেই এনআরসি নিয়ে হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন। নাগরিকত্ব আইনের সমর্থনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাহুল সিনহা।
মমতাকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই দেশ ছাড়তে হবে।’