ভয়েস অব দাকোপের পক্ষ থেকে জিপিএ ৫) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ- খুলনা জেলাধীন দাকোপ উপজেলায় “চাই শুদ্ধ বিবেক চাই আলো” এই স্লোগানকে সামনে রেখে দাকোপের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “দ্যা ভয়েস অব দাকোপ” এর আয়োজনে দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে ০৯ জুন রবিবার সকাল ১০ টায় এসএসসি পরীক্ষায় (জিপিএ ৫) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানটি দ্যা ভয়েস অফ দাকোপ এর সহ-সভাপতি ডাঃ সমিত রায় এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক উত্তম বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জিব দাশ, সহকারী কমিশনার( ভূমি)। সম্মানিত অতিথি জনাব মোঃ নূরুল ইসলাম,সেক্রেটারী,দাকোপ উপজেলা শিক্ষা কল্যান ট্রাষ্ট। বিশেষ অতিথি শ্রী নারায়ন মন্ডল, সাবরেজিষ্টার, চৌগাছা,যশোর। দেবদ্যুতি রায়, সাবরেজিস্টার, দাকোপ। জনাব মোঃ সোহেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দাকোপ। শ্রী সবুজ শীল,উপদেষ্টা, দ্য ভয়েজ

অব দাকোপ ও প্রভাষক, সরকারী এল বি কে মহিলা মহাবিদ্যালয়। শচীন মন্ডল,সভাপতি, দাকোপ প্রেসক্লাব। তাপস মহলদার দাকোপ সদস্য রির্পোটাস ক্লাব, আজিজুর রহমান সদস্য দাকোপ সদস্য রির্পোটাস ক্লাব, বসির আহম্মেদ সদস্য দাকোপ সদস্য রির্পোটাস ক্লাব, বাকের হোসেন সদস্য দাকোপ সদস্য রির্পোটাস ক্লাব, এছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও দাকোপের সর্বস্তরের মানুষ।