অনলাইন ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ ঝন্টু দাস (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার টবগী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝন্টু ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমল দাসের ছেলে। ভোলা শহরের একটি হোটেলে তিনি বয় হিসেবে কাজ করেন।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার টবগী এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণের মাংসসহ ঝন্টুকে আটক করা হয়। মনপুরা থেকে হরিণের এ মাংস আনা হয়েছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তিনি।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।