ভোলায় আত্মসমর্পনের মধ্যদিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলো মাদক ব্যাবসায়ী ও সেবীরা। বুধবার বিকালে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, কমিউনিটি, বিট পুলিশিং ও আত্মসমর্পন অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলামের নিকট তারা আত্মসমর্পন করেন। এ সময় মাদক সেবী ও ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসব মাদক ব্যবসায়ীদের পুর্নবাসিত করা হয়েছে।আত্মসমর্থনকৃতদের মধ্যে ভোলা সদরে ১৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ৮ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ১১ জন, মনপুরায় ২ জন, তজুমদ্দিনে ৪জন, শশীভুষনে ৪জন, দক্ষিন আইচা থানায় ৪জন রয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, এতোদিন যারা অন্ধকার পথে ছিলো তারা আজ আলোর পথে চলে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরে তারা জীবন-যাপন করবে। তাদের পুর্নবাসিত করা হবে।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস আহমেদ, জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যপ্টেন মোসায়েদ, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস,চেম্বার অব কর্মাস পরিচালক শফিকুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এমএ তাহের।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন, সাংস্কৃতিককর্মী তালহা তালুকদার বাঁধন।অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের জন প্রতিনিধি, পৌর কাউন্সিলর, ৯থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।বক্তারা পুলিশে বিট পুলিশিং কার্যক্রম ও মাদক দমনে পুলিশের সাহসি ভুমিকার প্রশংসা করেন