ভুটানকে আবারো হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বড় ম্যাচে মূল একাদশ নয়, এবার ভরসা বেঞ্চের কাঁধে। আর সেই কাঁধ যে কতটা শক্তিশালী, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথ আরো মসৃণ করল লাল-সবুজের মেয়েরা।

টানা তিন ম্যাচ জিতে শুরু হয়েছিল বাংলাদেশের এবারের অভিযান। চতুর্থ ম্যাচে তাই কোচ পিটার বাটলার ছুটি দিয়েছিলেন প্রথম সারির খেলোয়াড়দের। নামিয়েছিলেন অপেক্ষায় থাকা তরুণী যুদ্ধিণীদের। ফলাফল— একই আগ্রাসন, একই আধিপত্য, শুধু নামগুলো নতুন!

ম্যাচের নায়িকা তৃষ্ণা রানী, করেছেন জোড়া গোল। বাকি গোলটি স্বপ্না রানীর, যিনি আবার একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেও নজর কেড়েছেন। যদিও একবার গোলপোস্ট, আরেকবার পেনাল্টি মিস, নতুবা জয়টা আরো বড় হতে পারত অনায়াসে।

প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। ক্যাপ্টেন আফাঈদার অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া নবীরণ খাতুনের দলকে এগিয়ে নেন তৃষ্ণা। ডান উইং থেকে স্বপ্নার দূরদৃষ্টিসম্পন্ন লব পাস, আর তা থেকে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে এগিয়ে দেন বাংলাদেশকে।

 

প্রথমার্ধের শেষদিকে ভুটান একটি সুযোগ পেলেও গোলরক্ষক মিলির বিপরীতে একা দাঁড়িয়ে ব্যর্থ হন নামসেল ওয়াংজুম। দ্বিতীয়ার্ধে নিয়মিত খেলোয়াড়দের কিছুটা বদলি করায় গতি ও ধার আরও বাড়ায় বাংলাদেশ।

 

৬১ মিনিটে পেনাল্টি পেয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও স্বপ্না তা কাজে লাগাতে পারেননি। তবে হতাশ করেননি বেশিক্ষণ। ৭৫ মিনিটে মাঝ মাঠ থেকে নেওয়া তার বজ্রগতির শটটি পোস্টে লেগে গোললাইনে ঠাঁই নেয়। ততক্ষণে দ্বিতীয় গোলটিও করে ফেলেছিলেন তৃষ্ণা, প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই জয়ে ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১২। নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৯। আগামী ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করলেও, বাংলাদেশের শিরোপা স্বপ্ন এখন খুব কাছেই।