ভিক্টোরিয়া কলেজের ৭ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মিলনায়তনে প্রথমবারের মত কলেজ প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সূত্র জানায়, ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল বিপর্যয় হলেও ভর্তি প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ভিক্টোরিয়া কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ১৩৮ জন, বুয়েটে ১৯ জন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩৮ জন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে সর্বমোট ৭৮২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজিত কুমার ভট্টার্চাযের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নুর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, শিক্ষক পরিষদ সম্পাদক ড. রাজু আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাবীব আহসান উল্লাহ। বক্তব্য রাখেন-বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুরে আলম সিদ্দিকী, কলেজ ছাত্রলীগের সদস্য সচিব এম নাসিমুল ইসলাম হেলাল।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আহম্মেদ ফাইয়াজ জামান জানান, ‘আমাদের সফলতার পিছনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সম্মানিত শিক্ষকগণ আমাদের ক্লাসের পড়া ক্লাসে শেষ করিয়ে দিতেন। বাসায় পড়ার জন্যও অনুপ্রেরণা জুগিয়েছেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক ফৌজিয়া রহমান জানান, ‘তার অদম্য অধ্যবসায়, ক্লাসে শিক্ষকদের পাঠদান আর অনুপ্রেরণাই ছিল আমার ছেলের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণ। ’

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের ১১৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় অর্জন। এমন সফলতা সম্ভব হয়েছে ভিক্টোরিয়া কলেজের সকল শিক্ষক, অভিভাবকদের সহযোগিতায়।’