 
                                            
                                                                                            
                                        
দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, ভারী বর্ষণের ফলে সিলেট ও চট্গ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।