 এডোয়ার্ড স্নোডেন
                                            
                                                এডোয়ার্ড স্নোডেন                                            
                                        
নাগরিকদের জন্য তৈরি ভারত সরকারের আধার নম্বরের অপব্যবহার সম্পূর্ণরূপে সম্ভব। শুক্রবার সেই বোমা ফাটালেন এডোয়ার্ড স্নোডেন।
এদিন টুইটারে স্নোডেন বলেছেন, যে কোনও দেশের সরকারের এটাই ধারা, যে তারা নাগরিকদের ব্যক্তিগত জীবনে নাক গলাবে। ইতিহাস সাক্ষী এধরনের ঘটনার। আইন যাই থাকুক, সমস্যায় পড়েন সাধারণ মানুষরাই।
সম্প্রতি সাংবাদিক জ্যাক হুইটেকার বলেছিলেন, ভারত সরকার যে নাগরিকদের পরিচয় নম্বর দিয়ে জাতীয় তথ্যভান্ডার তৈরি করেছে তা খুব সহজেই যে কেউ জেনে ফেলতে পারবে। হুইটেকারের সেই দাবিকেই নিজের মন্তব্যে সমর্থন করেছেন স্নোডেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই বিবৃতি দিয়ে দাবি করেছিল, আধারের তথ্যভান্ডার সম্পূর্ণ সুরক্ষিত। কোনওভাবেই অপব্যবহার সম্ভব নয়।