ব্র্যাক ব্যাংকের আয় বেড়েছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের আয় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ২৭ শতাংশ বেড়েছে।
ব্যাংকটি অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত (জানুয়ারি-জুন ১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৬৬ পয়সা এবং এককভাবে দুই টাকা ৭২ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে দুই টাকা ১০ পয়সা এবং দুই টাকা ৪২ পয়সা। সে হিসাবে ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস ২৭ শতাংশ বেড়েছে।

গত তিন মাসে (এপ্রিল-জুন) সমন্বিত ইপিএস হয়েছে এক টাকা ২৫ পয়সা এবং এককভাবে এক টাকা ৪১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে এক টাকা ২৫ পয়সা এবং এক টাকা ২৬ পয়সা।