ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর একাদশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

ফুটবল বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথ মানা হয় ল্যাটিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইকে। প্রীতি ম্যাচ হলেও এ ম্যাচের উত্তাপ ছাড়িয়ে যায় অনেক প্রতিযোগিতামূলক ম্যাচকেও। তেমনই এক ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটায় মুখোমুখি হবে দুই দল।

সৌদি আরবের কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের সৌদি আরব সফরে প্রথম ম্যাচে জিতেছে দুই দলই। ইরাকের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, স্বাগতিক সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

মঙ্গলবারের ম্যাচে দুদলেরই চাওয়া থাকবে জয়ের ধারা বজায় রাখার। সে লক্ষ্যে নিজেদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। খেলবেন প্রথম সারির সব খেলোয়াড়ই। ম্যাচের আগের দিনই নিজেদের একাদশ জানিয়েছেন ব্রাজিল কোচ।

অন্যদিকে আর্জেন্টিনা দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন বিশ্রামে। গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হবে না আরেক তারকা পাওলো দিবালাকেও। তার বদলে এডুয়ার্ডো সালভিওকে দেখা যাবে ম্যাচের শুরুতে।

সুপার ক্লাসিকোতে ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, মিরান্ডা, ফিলিপে লুইজ, ক্যাসেমিরো, ফ্রেড, রেনাতো অগাস্টো, ফিলিপে কৌতিনহো, নেইমার ও গ্যাব্রিয়েল হেসুস।

সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: সার্জিও রোমেরো, জার্মান পিজেল্লা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, রদ্রিগো বাত্তালিয়া, জিওভানি ল সেলসো, এডুয়ার্ডো সালভিও, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল কোররেয়া।