মোরশেদ আলম কেশবপুর যশোর প্রতিনিধি:: যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণভাবে সংবাদ সংগ্রহ করে উপজেলাবাসীকে তথ্যসেবা প্রদান করে আসছেন ।
সাংবাদিকদের সুরক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও বর্তমান ঢাকা বারডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও কেশবপুরের আমেনা শাহাদাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্ল্যা প্রথম পর্যায়ে কেশবপুরে কর্মরত ৮জন সাংবাদিকের জন্য পিপিই পাঠিয়েছেন।
সোমবার সকালে সাংবাদিকদের সুরক্ষায় উক্ত পিপিই হস্তান্তর করেন কেশবপুরের কৃতিসন্তান ডাঃ আবিদ হোসেন মোল্ল্যার ছোটভাই উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা। এসময় থানার এস আই তাপস কুমার রায় ও ব্যাবসায়ী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।