 
                                            
                                                                                            
                                        
ভোলা বোরহানউদ্দিন থানায় নবনির্মিত আধুনিক নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়।
১৩ মার্চ, শনিবার সকাল ১০টায় এ প্রতিবন্ধী সাভির্স ডেস্ক প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় আরোও উপস্থিত ছিলেন লালমোহন (সার্কেল) রাসেলুর রহমান, বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন,
ব্রাকের মানবধিকার ও আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিশ্বাস প্রমূখ সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত করা হয়। এ ডেস্ক উদ্বোধন শেষে উপজেলার উদয়পুর রাস্তার ৩নং ওয়ার্ডের প্রতিবন্ধি ফারিয়া আক্তারের মা রিনা বেগম এ অভিযোগ শুনেন ডিআইজি শফিকুল ইসলাম।
তার অভিযোগ শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দেন এ ডিআইজি।