বোপারার বল টেম্পারিং, সিলেটকে ‘৫’ রান জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

অধিনায়ক পরিবর্তন করে হোম ভেন্যুতে খেলতে নেমেছে সিলেট সানরাইজার্স। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটির যেন পিছু ছাড়ছে না দুঃসময়। এবার বল টেম্পারিংয়ের কারণে জরিমানা গুনতে হয়েছে সিলেটকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৭ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে সিলেট। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে এদিন অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় রবি বোপারার কাঁধে। ইংলিশ অলরাউন্ডার প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

Advertisment
তবে খুলনার ইনিংসের নবম ওভারে বল টেম্পারিং করেন বোপারা। বিষয়টি আম্পায়ারের দৃষ্টিগোচর হয়। এরপর তৎক্ষণাৎ সিলেটকে ৫ রান জরিমানা ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। তার আগে পরিবর্তন করা হয় বিকৃত করা বল।

সেই ওভারে বোপারা নিজেই বল করছিলেন। ওভারের তৃতীয় বলে বলের ঔজ্জ্বল্য বাড়ানোর চেষ্টা করেন বোপারা। সেই ওভারে ৬ রান খরচ করলেও সাথে গুনতে হয় ৫ রান জরিমানা।

যদিও টস হেরে বল করতে নেমে সিলেট ভালো শুরু পেয়েছিল। প্রথম ওভারেই দলটি সাজঘরে ফেরায় আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসানকে। এরপর সৌম্য সরকারের ব্যাটে খুলনা ঘুরে দাঁড়িয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, ১২.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ৯৯ রান। ৪৭ রানে অপরাজিত আছেন সৌম্য।

বিপিএলের ইতিহাসে বল টেম্পারিং কিংবা বল টেম্পারিংয়ের কারণে জরিমানার ঘটনা এটাই প্রথম। এর আগে একটি শাস্তির ঘটনা দেখেছে এবারের আসর। ঢাকার দ্বিতীয় পর্বের খেলার শেষ দিনে মাঠে ধূমপান করায় আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।