বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় শহীদ আল আমিন রনি কন্যা সন্তানের বাবা হয়েছেন

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় শহীদ আল আমিন রনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।

সোমবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রনির স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার (১৯)। অস্ত্রোপচার করেন গাইনী বিশেষজ্ঞ ডা. ইসরাত শারমিন বর্না।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, প্রসূতি তার তত্ত্বাবধানে রয়েছেন। মা-মেয়ে সুস্থ আছে।ফকরুল ইসলাম বলেন, শুরু থেকে তিনিসহ হাসপাতালের চিকিৎসকরা মিমকে সার্বক্ষণিক নজরে রেখেছেন। প্রসূতিকে সুস্থ রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছেন।

বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা প্রয়াত দুলাল হাওলাদের ছেলে আল আমিন রনি (২৪)। তিনি মা ও ছোট ভাইকে নিয়ে ঢাকার মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গ্রামে থাকতেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।

চাখার একে ফজলুল হক কলেজ থেকে এইচএসসি পাস রনির বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে ঢাকার মহাখালীতে একটি ওয়ার্কশপে কাজ নেন। বাড়তি আয়ের জন্য রাতে একটি খাদ্যপণ্য কোম্পানির ডেলিভারি বয়ের কাজ করতেন। মা করতেন গৃহপরিচারিকার কাজ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতে গুলিবিদ্ধ হন তিনি। ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০ জুলাই রনিকে বানারীপাড়া এনে দাফন করা হয়।

রনির শ্বশুর মো. কামাল হোসেন মাঝি বলেন, তিনি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। তার কন্যা এইচএসসি পাস করেছেন। কন্যার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।