বেসরকারি মেডিকেলঃ ‘বিশেষ বিবেচনায়’ শূন্য আসনে চলছে এমবিবিএস ভর্তি

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শূন্য আসনে ভর্তি কার্যক্রম চলছে। অনলাইন আবেদনের ভিত্তিতে বিশেষ বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার (১ অক্টোবর) থেকে, যা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ নির্বাচন করে কলেজভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে (তালিকা সংযুক্ত)। নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করবেন এবং অধ্যক্ষরা আগামী ০১/১০/২০২৪ থেকে ০৯/১০/২০২৪ তারিখ অফিস চলাকালীন বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভর্তি প্রক্রিয়া শেষে অধ্যক্ষরা আগামী ১০/১০/২০২৪ তারিখের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক ভর্তি ও অ-ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকার সফট কপি ই-মেইলে (medicaledu313@gmail.com) ও হার্ডকপি নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে প্রেরণ করবেন।’

এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।