রাজশাহীতে বোতলে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় নগরীর কয়েকটি মুদিদোকানকে জরিমানা ও একটি দোকান সাময়িকভাবে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর উপশহর নিউমার্কেট, ঘোষপাড়া, লক্ষ্মীপুর ও সাগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় রাজশাহী মহানগরীর উপশহর নিউমার্কেট এলাকায় মেসার্স এস আলম ট্রেডার্স দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বোতলের গায়ে লেখা মূল্য ঘষে তুলে বেশি দামে বিক্রি করায় ঘোষপাড়া মোড় এলাকায় রাম স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
দোকানে পর্যাপ্ত তেল মজুত থাকার পরও ভোক্তার কাছে তা বিক্রি না করার অপরাধে সাগরপাড়া এলাকায় রাজশাহী কিচেন বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় লক্ষীপুরে মারুফ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রি করার অপরাধে ওসমান গনি নামের এক মাংস ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।