 
                                            
                                                                                            
                                        
বরিশাল মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা শ্রমিক রেজি নং (১৬৭৩) সংগঠনের পক্ষ থেকে বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে নৌকার ক্রেস উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দরা ।
বুধবার দুপুর ৩টায় বরিশাল সিটি কর্পোরেশনে ২য় তলায় বিসিসি মেয়রের সভাকক্ষে এ ক্রেস তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ব্যাটারী চালিত অটো রিক্সা শ্রমিক রেজি নং (১৬৭৩) সংগঠনের সভাপতি আজিজুর রহমান শাহিন,সহ-সভাপতি ছালাম তালুকদার, আফজাল মজুমদার, সাধারন সম্পাদক লতিফ শিকদার লেদু,যুগ্ন সাধারন সম্পাদক শেকর চন্দ্রদাস,কোষাধ্যক্ষ জামাল গাজী,প্রচার সম্পাদক আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক করিম হাওলাদার,সহ দপ্তর সম্পাদক লিটন খন্দকার,লাইন সম্পাদক লাল মিয়া সরদার,কার্য নির্বাহী সদস্য জামাল ঘরামী,দুলাল হাওলাদার,সুমন খান সহ নেতৃবৃন্দরা।
এ সময় অটো শ্রমিকরা নগর পিতার কাছে দাবি জানিয়ে বলেন,আমরা সাধারন শ্রমিক ,দিন আনি দিন খাই, তবে এখন আমাদের একমাত্র আয়ের উৎস অটো গাড়িটি মহাসড়ক বাদে যেন নগরীর প্রতিটি রাস্তায় অটো গাড়িটি চলাচল করতে পারে।