 
                                            
                                                                                            
                                        
গত ১১ ডিসেম্বর বিয়ে হয়ে গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার। এবার এলো রিসেপশনের পালা। ২১ ডিসেম্বর দিল্লির তাজ হোটেলের দরবার হলে হবে এই তারকা জুটির রিসেপশন। পার্টি শুরু হবে রাত সাড়ে আটটা থেকে।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার রিসেপশনের কার্ড ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যেখানে লেখা রয়েছে, ‘বিরাট ও অনুষ্কার রিসেপশনে আপনাদের আমন্ত্রণ রইল। ’ বিরাট ও আনুশকার পরিবারের সদস্যরাই আমন্ত্রণপত্র বিতরণ করার দায়িত্ব নিয়েছেন।
এখানেই শেষ নয়। সেই পার্টিতে ভারতীয় দল ছাড়াও নানা জগতের ক্রীড়াব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। আমন্ত্রণপত্রটি তৈরি হয়েছে আইভরি রংয়ে। তার উপর স্বর্ণাক্ষরে লেখা হয়েছে বিরাট ও আনুশকার নাম।