বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮

লেখক:
প্রকাশ: ৭ years ago

র‌্যাবের অভিযানে আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানসহ রাসেল নমের এক মাদক সম্রাট আটক হয়েছে। এ সময় ৮৩৭ বোতল উদ্ধার করা হয়েছে। গত ১৯ জানুয়ারী বরিশাল-পটুয়াখালী গামী মহাসড়কস্থ বেলী ফিলিং ষ্টেশনের সামনে থেকে র‌্যাব ৮ এর একটি দল এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাবের আভিযানিক দলটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, পিপিএম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক রাসেল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শার্শার গাতিপাড়া গ্রামের সোলাইমান এর ছেলে। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাসেল ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত

গাড়িটির চালকের আসনের নিচে রাখা অবস্থায় ০৩(তিন) টি প্লাষ্টিকের বস্তার ভিতর ৬০০ (ছয়শত) এবং ০১ (এক) টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ২৩৭ (দুইশত সাইত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ অন্যান্য থানার আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।