#

শামীম আহমেদ ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়শন এর ৫১ তম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজ মাঠে ৫১ টি বেলুন উড়িয়ে রিইউনিয়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়শেন এর প্রধান অ্যালামনাই এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য সুলতানা নাদিরা।

এসময় উপস্থিত ছিলেন, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. এ এস কাইয়ূম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সারোয়ার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধাান প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক, রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়শনের যুগ্ম আহবায়ক নজরুল হক নিলু,এ্যাড, মজিবুর রহমান নান্টু।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন