 
                                            
                                                                                            
                                        
বাবুগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ আবুল হোসেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিবি খাদিজার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় এসময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, প্রধান শিক্ষক সেলিম রেজা, ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।
ওই কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এসময় তথ্য অধিকার আইন-২০০৯’র বিভিন্ন ধারা-উপধারার ব্যাখ্যা ও মাঠপর্যায়ে ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।