বাকেরগঞ্জে ওয়েভ ফাউন্ডেশন এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্পের আয়োজনে। বরিশাল এবং বাকেরগঞ্জে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে ইয়্যুথ রিপোর্টার্সদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় ওয়েভ ফাউন্ডেশন এম্পাওয়ার ইয়্যুথ ফর ওয়ার্ক প্রকল্প অফিসে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাকেরঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ সেলিম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এম্পাওয়ার ইর্য়ুথ ফর ওয়ার্ক প্রকেল্পর সমন্বয়কারী মিজানুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন টিম বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বপন খন্দকার, বাকেরঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম স্বজন, বরিশাল জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্ত্তী, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার সাইদ পান্থ, দৈনিক শাহনামার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাহাজাদা হিরা, বাকেরঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বাপ্পি সহ বাকেরগঞ্জ ও বরিশালের বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক ও বাকেরগঞ্জ ইয়্যুথ রিপোর্টার্স গ্রুপের ১৫ জন সদস্যরা।
সভায় সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন, সাংবাদিকদের নীতিমালা, নৈতিকতা , তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরীর কৌশল, বিভিন্ন নিউজ মিডিয়ার সাথে সংযোগ স্থাপনের কৌশল সহ বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। এসময় ইর্য়ুথ রিপোর্টার্সরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের উপর যানার আগ্রহ প্রকাশ করে সিনিয়র সাংবাদিকদের কাছে প্রশ্ন করে। সাংবাদিকরা তরূন ইয়্যুথ রিপোর্টার্সদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।