বাকেরগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ মাসের জেল জরিমানা।

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরাঃ গতকাল ১৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসী, ১নং ওয়ার্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মাধবী রায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে সুরোজ মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দারা ভোক্তাদের প্রতারিত করার অপরাধে আসামি মোঃ আলী হোসেনকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেগ ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। র‍্যাব-৮ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।