 
                                            
                                                                                            
                                        
মঙ্গলবার রাতে বাউফলের সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর বাজারে গ্রামীণফোনের একটি টাওয়ারের মেশিন রুমে দুর্র্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘবদ্ধ চোরের দল ওই বাজারে থাকা গ্রামীণফোনের টাওয়ারের মেশিন রুমের স্টীলের দরজার হ্যাচ বোল্ট কেটে ভিতরে ঢুকে ২৫ হাজার টাকা মূল্যের ২৪টি ব্যাটারী, যন্ত্রাংশ ও ক্যাবলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তবে এ ব্যাপারে গ্রামীণফোনের দায়িত্বপ্রাপ্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।